Real Time True News

কক্সবাজারে ২৮জনের করোনা পজেটিভ

বিএনএ, কক্সবাজার : কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শুক্রবার (২২মে) ১৪৮ জনের নমুনা পরীক্ষায় ২৮ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বাকী ১২০ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া ২৮ জন করোনা রোগীর মধ্যে চকরিয়া উপজেলায় ১৯, মহেশখালী উপজেলায় ৫জন কক্সবাজার সদর উপজেলায় ২জন ও রামু উপজেলায় ১জন। এছাড়া একইদিন ৮জন রোহিঙ্গা শরনার্থীর দেহেও করোনা ভাইরাস সনাক্ত করা হয়। যা ১৪৮ জনের হিসাবের মধ্যে নেই।
এনিয়ে কক্সবাজার জেলায় আজ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ২৮০ জন। রোহিঙ্গা শরনার্থী ২১ জন সহ ৩০১ জন।
এরমধ্যে চকরিয়া উপজেলায় ১০৪ জন, কক্সবাজার সদর উপজেলায় ৮৭ জন, পেকুয়া উপজেলায় ২৮ জন, মহেশখালী উপজেলায় ১৮জন, উখিয়া উপজেলায় ৩৭ জন, টেকনাফ উপজেলায় ৯জন, রামু উপজেলায় ৬জন, কুতুবদিয়া উপজেলায় ২ জন এবং রোহিঙ্গা শরনার্থী ২১জন।
ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন ৩জন করোনা আক্রান্ত রোগী। এর মধ্যে মোট ৫৮জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বিএনএ/জেবি,ওজি