Real Time True News

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে আজ ঈদ

বিএনএ,বিশ্ব ডেস্ক: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে আজ রোববার (২৪ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে গালফ নিউজ এ খবর জানিয়েছে।

সৌদি আরবে গত শুক্রবার সন্ধ্যায় ১৪৪১ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ ঈদের ঘোষণা দেয় দেশটির সুপ্রিম কোর্ট।

সংযুক্ত আরব আমিরাতের সরকার একটি চাঁদ দেখা কমিটি গঠন করে। শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা না যাওয়ায় দেশটির আইনমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়াল বৈঠকের পর আজ রোববার ঈদ উদযাপনের সিদ্ধান্ত হয়। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও সিঙ্গাপুরেও শুক্রবার চাঁদ দেখা যায়নি। এ দেশগুলোতেও আজ রোববার ঈদ উদযাপিত হচ্ছে।

করোনা মহামারির মধ্যে ঈদ উদযাপনে কড়াকড়ি আরোপ করেছে বিভিন্ন দেশ। সৌদি আরব ঈদের ছুটিতে ২৪ ঘণ্টার কারফিউ জারি করার ঘোষণা দিয়েছে।

বিএনএ/মনির