Real Time True News

অসচেতনতা ও বর্জ্য অপসারণ

চট্টগ্রাম: এ মুহূর্তে করোনা সংক্রমণরোধে ব্যবহৃত মাস্ক,হ্যান্ডগ্লাভস ও পিপিই এবং থুতু ও কফ যত্রতত্র ফেলা কারোই উচিত নয়। কারণ এগুলো থেকে অন্য এক বা একাধিকজনের আক্রান্ত হবার ঝুঁকি থাকে। সুস্থ মানুষকে কফিনে তুলে দিতে পারে।

সেই সাথে হাসপাতালে এবং নগরীর সড়কগুলোতে এ সব বিপদজনক বর্জ্য অপসারণ ও সংগ্রহে সংশ্লিষ্টদের বিশেষ নজর দেয়া উচিত।

ছবি: সোমবার (২২জুন) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে হতে তোলা হয়েছে।-বিএনএ