Real Time True News

করোনা আক্রান্ত মাশরাফি ও তার ভাই সুস্থ আছেন

স্পোর্টস ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও তার ভাই সুস্থ আছেন।

রোববার(২৮জুন) মাশরাফির ছোট ভাই গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ভাইয়া ভালো আছেন। তিনি কোনো বিষয়ে খারাপ অনুভব করছেন না। আমরা বিশ্বাস করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তবে আমি শ্বাসকষ্ট অনুভব করছি, তবে এটি তেমন সমস্যা নয়। দয়া করে আপনারা আমাদের জন্য দোয়া করুন যাতে আমরা দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি।’

এর আগে গত ১৮ জুন রাতে জ্বর অনুভব করায় ১৯ জুন ঢাকা শিশু হাসপাতালে করোনা এবং ডেঙ্গু পরীক্ষা করান মাশরাফি। পরের দিন বিকালে করোনা পরীক্ষার ফলে পজিটিভ আসে তার। এরপর থেকে ডানহাতি এ পেসার নিজের বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

বিএনএ/এসজিএন